ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৪:৪৪:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বরের জুতা লুকানোয় সংঘর্ষ, ভেঙে গেল বিয়ে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৭ এএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ বরপক্ষ কনেপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাট চালিয়ে বিয়ে ভেঙে দিয়ে চলে গেছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গুপিয়াখালি গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বর ও বরযাত্রীদের কাণ্ড ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে কনেপক্ষের লোকজন জানান, গুপিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে গত শুক্রবার (১৯ নভেম্বর) বিয়ে করতে আসেন। এ সময় বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাট চালিয়ে চলে যান।

কনের স্বজনরা আরও জানান, বরকে স্মার্টফোন ও দশ আনি সোনার চেইন দিয়ে বরণ করা হয়। সেই সঙ্গে প্রায় ২০০ মানুষের খাওয়ার জন্য পাঁচ মণ দুধের দই,  এক লাখ টাকা দামের গরু জবাই করে আয়োজন করা হলেও তুচ্ছ ঘটনায় বরপক্ষের লোকজন সংঘর্ষ বাধিয়ে ভাঙচুর চালায়। দাওয়াতে আসা স্বজনদের থেকে উপহার পাওয়া সব নিয়ে চলে যান বরপক্ষের লোকজন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন ৯৯৯-এ কল পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এরপর উভয়পক্ষকে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য বলা হলে তারা রাজি হয়। পরে খোঁজ নিয়েছি তারা উভয়পক্ষ বসে বিষয়টি সমাধান করবে। তবে এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।