ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ৪:৫৪:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাদ্রাসার বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা–২০২৫ এ পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সইইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা–২০২৫ এ পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। করা এক জরুরি নির্দেশনায় বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়, ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা–২০২৫ চলাকালে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে Fx-82MS, Fx-100MS, Fx-570MS, FX-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus এবং FX-991CW মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

এ ছাড়া, নির্ধারিত এসব মডেলের পাশাপাশি শিক্ষার্থীরা সাধারণ (সিম্পল) ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে নির্দেশনাটি সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের অবগতির জন্য পাঠানো হয়েছে।