ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ৪:৫৮:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুস্তাফিজ-তাসকিন বিপিএলে যোগ দিবেন কবে

ক্রীড়া প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান আইএল টি-টোয়েন্টিতে খেলছেন বাংলাদেশের দুই তারকা পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। আগামী শুক্রবার সিলেটে শুরু হবে বিপিএল। সংযুক্ত আরব আমিরাত থেকে তারা কবে আসবেন দেশে, কবে যোগ দিবেন বিপিএলে, এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে।

মুস্তাফিজ ও তাসকিন যথাক্রমে দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়র্জের হয়ে খেলছেন। দুজনেই বল হাতে আলো ছড়াচ্ছেন। পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে মুস্তাফিজ। ৮ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে তিনে দুবাই। তাসকিনের শারজা আছে তলানিতে। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্সের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে তাদের উপরে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হবে দুবাই-শারজাহ। দুবাই এই ম্যাচ জিতলে ১০ পয়েন্ট নিয়ে উঠে যাবে প্লে-অফে। শারজা ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। এদিকে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। 

ভক্তদের মনে প্রশ্ন বিপিএলের শুরু থেকে থাকবেন তো মুস্তাফিজ-তাসকিনরা। আশার খবর দ্রুত সময়েই তারা দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন। সব ঠিক থাকলে তাসকিন নিজেদের প্রথম ম্যাচের আগেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন। তার দল ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে এই ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে। আগামী শনিবার ঢাকা প্রথম ম্যাচ খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। মুস্তাফিজদের রংপুর ২৯ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে বিপিএল শুরু করবে।