বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী তাহমিনা জামান
নেত্রকোণা প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫২ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহমিনা জামান শ্রাবনীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বাবরের একান্ত সচিব মির্জা হায়দার।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান। এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকরা তার স্ত্রীর প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে বাবর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দলীয় অবস্থান প্রসঙ্গে নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক সাংবাদিকদের বলেন, ‘বাবরের সহধর্মিণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে শুনেছি। তবে দলীয়ভাবে এই আসনে লুৎফুজ্জামান বাবরকেই মনোনয়ন দেওয়া হয়েছে।’
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এক আসনে স্বামী-স্ত্রীর মনোনয়ন দাখিল নির্বাচনী রাজনীতিতে বিরল নয়। অনেক ক্ষেত্রে এটি সম্ভাব্য অনিশ্চয়তা বা শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণ বিবেচনায় রেখে নেওয়া কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। তবে শেষ পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই ও কেন্দ্রীয় রাজনৈতিক সিদ্ধান্তই নির্ধারণ করবে এই আসনের চূড়ান্ত চিত্র।
