ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২১:৫৭:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইলিশের বাজার চড়া, শীতের সবজিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:১০ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার

ইলিশের বাজার চড়া। ইলিশ উৎপাদনের লক্ষ্য পূরণে প্রজননকালে ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করায় বেড়েছে মাছের দামও। তাছাড়া শীত না আসতেই বেড়েছে সব ধরনের শীতের সবজির দাম। তবে মসলা এবং চাল-ডালের বাজার স্থিতিশীল রয়েছে।

 

 

আজ শুক্রবার মালিবাগ, গুলবাগ, শান্তিনগন, পরীবাগ, নিউমার্কেটসহ রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। এদিকে সকাল থেকেই মেঘলা আকাশে বৃষ্টির আনাগোনা। রাজধানীর বিভিন্ন বাজারে সকাল থেকে ক্রেতার সমাগম তেমন একটা চোখে না পড়লেও বেলা বাড়ার সাথে সাথে বাজারে ক্রেতার উপস্থিতি বাড়ছে।

 

বিক্রেতারা বসেছেন হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে। তবে দাম কমার কোন লক্ষণ নেই। বাজারে সব পণ্যের দাম বাড়তি। হতাশ হচ্ছেন ক্রেতারা। 

 

বাজারে বিভিন্ন সবজির মধ্যে বরবটি ৫০-৬০ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা, শিম ৯০-১০০ টাকা, পাকা টমেটো ৯০-১০০ টাকা, গাজর ৯০-১০০ টাকা কেজি, মুলা ৪০-৫০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, উস্তা ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁকরোল, চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, ধুনদল ও ঝিঙা ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ ৪০-৫০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খামারের মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকা। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ টাকায়। বাজারভেদে ব্রয়লার মুরগি ১৪০-১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাকিস্তানি কক ২২০ থেকে ২৪০ টাকা এবং দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা, ছাগলের মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

 

বাজারে মাছের মধ্যে রুই ও কাতলা ২৩০-৩০০ টাকা, বড় আকারের চিংড়ি প্রতি কেজি এক হাজার টাকা, মাঝারি আকারের ৭০০-৭৫০, তেলাপিয়া ১২০-১৪০ টাকা, কই ১৬০-১৭০, পাঙ্গাশ ১০০-১৩০, নলা ১২০-১৩০ টাকা, সরপুঁটি ১৩০ টাকা, পাচমিশালী মাছ ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।