তহুরা-শামসুন্নাহারের হ্যাটট্রিকে ফরাশগঞ্জের গোলবন্যা
ক্রীড়া প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১৪ এএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল লিগ মানেই গোল আর গোল। চলমান লিগও ব্যতিক্রম নয়। আজ রাতে অনুষ্ঠিত দিনের শেষ খেলায় ফরাশগঞ্জ ১০-০ গোলে ঢাকা রেঞ্জার্সকে হারিয়েছে। শামসুন্নাহার ও তহুরা চারটি, মনিকা চাকমা ও মারিয়া মান্দা একটি করে গোল করেন।
মাস দু'য়েক পরই বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে। সেই এশিয়া কাপের আগে এমন লিগ আফিদা-ঋতুপর্ণাদের কতটুকু কার্যকরী হবে সেই প্রশ্ন ইতোমধ্যে উঠেছে। ফরাশগঞ্জ, রাজশাহী স্টারস ভালো মানের দল গড়েছে। সেখানে কোচের মান ও ফুটবলারদের ফিটনসে লিগ শেষ কোন পর্যায় থাকে সেটা বড় শঙ্কার বিষয়।
ফিটনেসহীনতা ও নিম্নমানের প্রতিযোগিতা নিয়ে পুনরায় এশিয়া কাপের প্রস্তুতি শুরু করলে অনেকটা চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার বছরজুড়ে ভুটান লিগকে তাচ্ছিল্য করেছেন। তিনিই এশিয়া কাপের আগে আবার বাংলাদেশে নারী লিগের পরিচালনার পরামর্শ ফেডারেশনে দিয়েছেন।
শুক্রবার দিনের প্রথম ম্যাচে আনসার ভিডিপি ফুটবল ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব। পরের ম্যাচে জামালপুরের কাচারিপাড়া একাদশকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারায় সিরাজ স্মৃতি সংসদ।
