রাজধানীর উত্তরখানে নারী-শিশুসহ দগ্ধ ৮
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:২৬ এএম, ১৩ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ১১:৪৫ এএম, ১৩ অক্টোবর ২০১৮ শনিবার
রাজধানীর উত্তরখানে আগুনে পুড়ে একই পরিবারে নারী ও শিশসহ আটজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার ভোরে উত্তরখানের ব্যাপারীপাড়ার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু।
স্থানীয়রা জানান, উত্তরখানের ব্যাপারীপাড়ার ওই বাসায় আজ ভোর ৪টার দিকে হঠাৎ বিকোট শব্দে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিকাণ্ডে একই পরিবারের আট জন দগ্ধ হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
এ ব্যাপারে উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মনে হচ্ছে মূল গ্যাসের লাইনে লিকেজ থাকায় ম্যাচ জালানোর সময় পুরো রুমে আগুন ধরে যাওয়ার কারণে পরিবারের সবাই দগ্ধ হয়। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ আটজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুনে দগ্ধ ডাব্লুর শরীরের ৬৫ শতাংশ বার্ন, আজিজুলের শরীরের ৯৯ শতাংশ, আনজেুর শরীরের ৬ শতাংশ, আব্দুল্লাহর শরীরের ৫ শতাংশ, মুসলিমার শরীরের ৯৮ শতাংশ, পূর্ণিমার শরীরের ৮০ শতাংশ, সুফিয়ার শরীরের ৯৯ শতাংশ ও সাগরের শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার গোবিন্দপুর এলাকায়।
