স্কুলে যাওয়ার পথে তিন সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৫১ এএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
ফেনীতে দুই কন্যা ও এক ছেলেসহ তানজিনা আক্তার (২৬) নামে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজের ঘটনায় (বৃহস্পতিবার) ৮ জানুয়ারি ফেনী থানায় সাধারণ ডায়েরি করেছেন তার স্বামী বেলায়েত হোসেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০দিকে তিন সন্তানসহ ওই গৃহবধূ বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হন।
বেলা ১১টার পর থেকে গৃহবধূর ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন গৃহবধূর স্বামী বেলায়েত হোসেন।
তিনি বলেন, আমার স্ত্রী তানজিনা আক্তার (২৬), ছেলে মো. তাহসান হোসেন (১০), মেয়ে সাবিহা বিনতে বেলায়েত (৬) ও ফাবিহা বিনতে বেলায়েত (২) স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। নিকটাত্মীয়দের বাসা ও স্কুলে খোঁজ নিয়েও তাদের কোনো হদিস মেলেনি।
বেলাল সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং মো. ইসমাইল কেরানী চেয়ারম্যান বাড়ির আমিনুল হকের ছেলে। ১২ বছর পূর্বে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের নুরুল আফছারের মেয়ে তানজিনা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি।
ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজীম যুগান্তরকে বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তাদের লোকেশন যাচাই ও নিখোঁজের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
