ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৩:১২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্ত কমিটি গঠন

ফেনী প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৪ এএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের এই তদন্ত কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। হাসপাতালের সুনাম রক্ষা ও প্রসূতি মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। তদন্তে শুধু রান্নাবান্নার বিষয়ই নয়, এর সঙ্গে আরও কোনো অনিয়ম রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে। অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্তকরণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে কমিটির সদস্যদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে হাসপাতালের অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় রান্নাবান্না, অবাধ যাতায়াত এবং শৃঙ্খলাহীনতার কারণে প্রসূতি মা ও নবজাতকদের সংক্রমণের উচ্চঝুঁকি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকেই বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জামাল হোসেন। সদস্যসচিব হিসেবে রয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শোয়েব ইমতিয়াজ এবং সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন মেডিকেল অফিসার ডা. আদনান আহমেদ।

এ ঘটনায় প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের কয়েকজন নার্স অপারেশন থিয়েটারের একটি কক্ষে গ্যাসের চুলায় পিঠা তৈরি করছেন এবং অন্যরাও সেখানে অবাধে আসা-যাওয়া করছেন। ঠিক পাশের কক্ষে তখন সিজারিয়ান অপারেশন চলছিল। একই এলাকায় রোগীর স্বজন ও বহিরাগতদেরও নির্বিঘ্নে চলাফেরা করতে দেখা গেছে।