ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৪:৫৯:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দ্বিতীয় হ্যাটট্রিকে বিপিএলে মৃত্যুঞ্জয়ের ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০০ এএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে দু’বার উইকেটের হ্যাটট্রিক করলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এখন পর্যন্ত নয়জন ক্রিকেটার হ্যাটট্রিকের খাতায় নাম লেখালেও আর কেউই বিপিএলে হ্যাটট্রিকের দেখা পাননি। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ২০তম ওভারে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন রংপুর রাইডার্সের পেসার মৃত্যুঞ্জয়।

এর আগে বিপিএলের চলমান দ্বাদশ আসরের চতুর্থ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেহেদি হাসান রানা। নোয়াখালী এক্সপ্রেসের তরুণ এই পেসার সিলেট টাইটান্সের বিপক্ষে নবম ক্রিকেটার হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেন। সেই দলে যোগ দিলেন মৃত্যুঞ্জয়ও। এর আগে তিনি ২০২২ বিপিএলে অভিষেক ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন। অভিষেকে হ্যাটট্রিকের ইতিহাস গড়ার পর একমাত্র ক্রিকেটার হিসেবে বিপিএলে একই কীর্তি গড়লেন দ্বিতীয়বার।

যদিও হ্যাটট্রিক করার আগে এই ম্যাচে কোনো উইকেট পাননি রংপুরের বাঁ-হাতি এই পেসার। এর আগে ২.২ ওভারে ৪৩ রান খরচায় মৃত্যুঞ্জয় উইকেটশূন্য ছিলেন। তার আচমকা ম্যাজিকে নোয়াখালীর পুঁজি দেড়শ পেরোয়নি। তাদের হয়ে জাকের আলি সর্বোচ্চ ৩৮ রান করেছেন, যদিও ওই ইনিংস খেলেন ৩৭ বলে ৩ চার ও এক ছক্কায়। এ ছাড়া সৌম্য সরকার ২৭ বলে ৩১, হাবিবুর রহমান সোহান ১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ ও মাহিদুল ইসলাম অঙ্কন ২৮ রান করেন। 

এখন পর্যন্ত বিপিএলে ৯ বোলার হ্যাটট্রিকের নজির গড়েন, ওই তালিকার ৫ জন বাংলাদেশি এবং ৪ জন বিদেশি ক্রিকেটার। শুরুটা হয় বিপিএলের অভিষেক আসরে (২০১২)। এখন পর্যন্ত একাধিক হ্যাটট্রিকের দেখা মিলল তিন আসরে। ২০১৯ বিপিএলে সর্বোচ্চ তিনটি হ্যাটট্রিক এবং ২০২৪ ও চলমান ২০২৬ আসরে দুটি হ্যাটট্রিক হয়েছে। অভিষেক আসরেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুরন্ত রাজশাহীর পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি প্রথম হ্যাটট্রিক করেছিলেন। এরপর ২০১৫ আসরে সিলেট সুপারস্টারসের বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক করেন বরিশাল বুলসের আল-আমিন হোসেন। 

২০১৯ আসরে তিনটি হ্যাটট্রিকে নাম লেখান– রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের আলিস আল ইসলাম, খুলনা টাইটান্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওয়াহাব রিয়াজ ও চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের আন্দ্রে রাসেল। এ ছাড়া ২০২২ বিপিএলে অভিষেক ম্যাচেই মৃত্যুঞ্জয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে হ্যাটট্রিক করেন, প্রতিপক্ষ ছিল সিলেট সানরাইজার্স। ২০২৪ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মঈন আলি একই কীর্তি গড়েন। চলমান ২০২৬ আসরে সর্বশেষ দুটি নাম– মেহেদি হাসান রানা ও মৃত্যুঞ্জয়ের।