ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৫:৫৮:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মহাকাশে অসুখ, মিশন বাতিল করে নভোচারীদের ফেরাচ্ছে নাসা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ পিএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

২৫ বছরের ইতিহাসে এই প্রথম। ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন’ (আইএসএস) থেকে এই প্রথমবার অসুস্থতাজনিত কারণে নির্ধারিত সময়ের আগেই ফেরানো হচ্ছে নাসা-র চার জন মহাকাশচারীর একটি দলকে।
সূত্রের খবর, একজন মহাকাশচারী নাকি গুরুতর অসুস্থ। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে নাসা। চার মহাকাশচারীর মধ্যে কে অসুস্থ কিংবা তার ঠিক কী হয়েছে সে ব্যাপারে মুখ না-খুললেও বিষয়টি নিয়ে শোরগোল তৈরি হয়েছে দেখে নাসা এ দিন জানায়, ‘এটা ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন নয়। আমরা মহাকাশচারীদের শারীরিক পরিস্থিতি নিয়ে কোনও রকম ঝুঁকি নিই না। তবে উনি এখন অনেকটাই ভালো আছেন।’
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি-সহ অন্তত ন’টি আন্তর্জাতিক সংস্থার হাতে তৈরি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এমনিতে কোনও হাসপাতাল নেই। কোনও পেশাদার চিকিৎসকও থাকেন না। তবে বেশির ভাগ অভিযানেই এমন এক মহাকাশচারীকে রাখা হয়, যিনি আপৎকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় চিকিৎসা করতে সক্ষম। তাকে বলে ‘ক্রু মেডিক্যাল অফিসার’ (সিএমও)।
প্রয়োজনীয় মেডিক্যাল কিটও থাকে তার সঙ্গে। নির্ধারিত সময়ের আগেই ফিরতে চলা স্পেস এক্স-এর এই মিশনে কোনও সিএমও আছেন কি না, তা স্পষ্ট নয়। থাকলেও ‘সিরিয়াস মেডিক্যাল কন্ডিশন’ তিনি সামাল দিতে পারতেন কি না, তা নিয়েও প্রশ্ন থাকছে। সম্ভবত সেই কারণেই মাঝপথে ফেরানো হচ্ছে মিশন।
জানা গিয়েছে, এই টিমের মধ্যে্ দু’জন নাসা-র — জেনা কার্ডম্যান ও মাইক ফিঞ্চ। অন্য দু’জন জাপানের নভোশ্চর কিমিয়া ইউয়ি ও রাশিয়ার রওলেগ প্লাতোনভ। গত বছর অগস্টে কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেছিল চার জনের ওই টিম। আগামী মার্চে ফেরার কথা। কিন্তু আগেই ফিরতে হচ্ছে তাদের।
নাসা সূত্রের খবর, গত বুঝবার ঠিক ছিল ফিঞ্চ ও কার্ডম্যান স্পেসস্টেশন থেকে বেরিয়ে স্পেসওয়াক করবেন। পরিস্থিতি বদলে যাওয়ায় আগেই তা বাতিল করা হয়েছিল। এ বার জানা গেল, পুরো মিশনই কার্যত ‘বাতিল’। নাসা জানিয়েছে, স্পেশ স্টেশনে অভিকর্ষ নেই। তাই যন্ত্র থাকলেও সব শারীরিক পরীক্ষা সম্ভব নয়। সেই কারণেই ফেরানো হচ্ছে মহাকাশচারীদের।