ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৩:১২:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫২ এএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‎বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দুর্নীতি, দখলবাজি, টেন্ডারবাজি এই তিনটা বিষয় থাকবে না। আমাদের লোক হলেও ছাড় দেওয়া হবে না পুলিশে ধরিয়ে দেবেন। দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিচ্ছি, এগুলোর সঙ্গে জড়িত থাকলে তাকে জেলে যেতে হবে। 

‎রোববার (১১ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি মাতুব্বর বাড়িতে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। 

‎তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। পাশাপাশি ফরিদপুরের সালথা উপজেলায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে স্থানীয় মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর দূরে যেতে না হয়।

শামা ওবায়েদ বলেন, নির্বাচন আসবে, আবার চলে যাবে। কিন্তু আমার সঙ্গে আপনাদের সম্পর্ক আত্মার সম্পর্ক। এই সম্পর্ক কখনো শেষ হওয়ার নয়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব। একটা কথা সব সময় মনে রাখবেন, বিএনপির কাছে আলেম-ওলামারা সব সময় নিরাপদ।

‎‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ।

‎‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্যা, নগরকান্দা উপজেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাসান মাতুব্বর, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।