ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ৬:৩৯:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উত্তরখানে আগুনে দগ্ধ একজন নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ১০:১২ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার

রাজধানীর উত্তরখানের বেপারিপাড়ার একটি বাসায় চুলার গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ৮ জনের মধ্যে সুফিয়া বেগম (২০) নামে এক নারী মারা গেছেন। এর আগে গতকাল সকালে তার স্বামী আজিজুল হকের (২৭) মৃত্যু ঞয়।


রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়ার মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। এনিয়ে গত দুই দিনে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো দুজনে।


ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মৃত সুফিয়ার লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

উল্লেখ্য, শনিবার ভোর চারটার দিকে রাজধানীর উত্তরখান ব্যাপারীপাড়া এলাকায় মেহেদি মাস্টারের তিনতলা ওই ভবনের নীচতলায় রান্নার চুলার গ্যাস লাইনের লিকেজ বিস্ফোরণে আগুন ধরে যায়। ওই বিস্ফোরণে দগ্ধ হয় ৮ জন।