ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৫:৫৮:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চালু হচ্ছে ফ্রিল্যান্সারদের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৭ এএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফ্রিল্যান্সারদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে চালু হচ্ছে প্রথম জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘freelancers.gov.bd’। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হবে। এর মধ্য দিয়ে ফ্রিল্যান্সাররা প্রথমবারের মতো সরকারি স্বীকৃত ডিজিটাল পরিচয়পত্র পাবেন।

সোমবার (১২ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি বিভাগ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে এ প্ল্যাটফর্ম বাস্তবায়ন করা হয়েছে। প্ল্যাটফর্মটির নিরাপত্তা পরীক্ষা (ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনেট্রেশন টেস্টিং-ভিএপিটি) সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আর এই ডিজিটাল আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, সরকারি-বেসরকারি প্রশিক্ষণ এবং বিভিন্ন আর্থিক প্রণোদনা সহজেই পাওয়ার সুযোগ পাবেন। এটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘freelancers.gov.bd’ প্ল্যাটফর্মটি একটি জাতীয় ফ্রিল্যান্সার ডাটাবেজ হিসেবেও কাজ করবে। এতে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা, কাজের ধরন ও বাজার প্রবণতা সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে। এসব তথ্য ভবিষ্যৎ নীতি প্রণয়ন এবং পরিকল্পনা গ্রহণের জন্য সহায়ক হবে।

উদ্যোগটির মাধ্যমে ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ শক্তিশালী হবে, যা ডিজিটাল অর্থনীতির বিকাশে নতুন গতি সঞ্চার করবে। তরুণদের আত্মকর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে এটি একটি কৌশলগত জাতীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বলেও জানানো হয়েছে।