বড় জয়ে প্রস্তুতি সম্পন্ন করল বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেললেন নিগার সুলতানা জ্যোতিরা। জিতেছেন দুটি ম্যাচেই। শেষ প্রস্তুতি ম্যাচে শুক্রবার থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ১৯ রানের মাথায় সাজঘরে ফেরেন দিলারা আক্তার। আউট হওয়ার আগে করেন ৬ রান। এদিকে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ২৯ বলে ৩১ রান করে আউট হন আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস।
এরপর দলকে ৫১ রানের জুটি উপহার দেন শারমিন আক্তার ও দলনেতা নিগার সুলতানা জ্যোতি। ৩১ বলে ২৮ রানে শারমিন ও ২২ বলে ২৮ রানে জ্যোতি আউট হন। আর শেষদিকে মাত্র ১৪ বলে স্বর্ণা আক্তার ও ১৫ বলে ২৪ রানে শবানা মোস্তারি অপরাজিত থাকেন। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করেন বাংলাদেশ।
১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। ব্যাট হাতে দশের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র দুজন ব্যাটার। ফিফটির দেখা পেয়েছেন নান্নাপাত কোনছারেকাই। ৪৮ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। আর ১৮ বলে ২৫ রান করেন ছানিডা সুথিরুয়াগ। থাইল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১১৭ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফারিয়া তৃষ্ণা। একটি করে উইকেট নেন তিনজন বোলার। ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।
