ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২০:১৫:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জীবনসঙ্গীদের সঙ্গে কীভাবে পরিচয় তাদের!

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৪২ এএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ১২:২৮ এএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

রোহিত শর্মা, শিখর ধাওয়ান থেকে শুরু করে বিরাট কোহালি বা সচিন টেন্ডুলকার। বাইশ গজে তাদের কাহিনি যেমন রোমাঞ্চকর, তেমনই ব্যক্তিগত জীবনও। কী ভাবে? দেখে নেয়া যাক বিখ্যাত এই ক্রিকেটারদের সঙ্গে কী ভাবে প্রথম আলাপ হয়েছিল তাদের জীবনসঙ্গীদের।

 

রোহিত শর্মা: স্ত্রী ঋতিকার সঙ্গে রোহিতের প্রেমপর্ব সেলুলয়েডের যে কোনও গল্পকে হার মানিয়ে দেবে। ঋতিকা নিজে ছিলেন এক জন স্পোর্টস ইভেন্ট ম্যানেজার। আর এটাই ছিল রোহিত-ঋতিকার কাছাকাছি আসার প্রথম সেতু। রোহিতের ম্যানেজারও ছিলেন তিনিই।

 


শিখর ধাওয়ান: গব্বরের সঙ্গে আয়েশার আলাপ কিন্তু ফেসবুকের মাধ্যমে। হরভজন সিংহ ছিলেন আয়েশা এবং শিখর দু’জনেরই ফেসবুকের কমন ফ্রেন্ড। আর সেই সূত্রেই শিখর-আয়েশার আলাপ। আলাপ ঘনিষ্ঠতায় পৌঁছতে সময় নেয়নি।

 


বিরাট কোহালি: বিরাট-অনুষ্কার প্রেমগাঁথা তো খুবই চর্চিত। নিজেদের জগতে দু’জনেই অত্যন্ত সফল। একটা শ্যাম্পু বিজ্ঞাপনে তাদের প্রথম আলাপ। তারপর বন্ধুত্ব। আস্তে আস্তে প্রেম, শেষে বিয়ে।

 


এমএস ধোনি: আলাপ ছিল ছোট থেকেই। রাঁচিতে সাক্ষীর সঙ্গে ছোটবেলায় একই স্কুলে পড়তেন ধোনি। সাক্ষীদের পরিবার রাঁচি থেকে দেহরাদূনে চলে গেলে প্রায় এক দশক তাদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না। ২০০৭ কলকাতার তাজ বেঙ্গলে উঠেছিল ভারতীয় দল। সেখানে ইনর্টান করছিলেন সাক্ষী। সেই সাক্ষাত্ই ফের মিলিয়ে দিল তাদের।

 


সচিন টেন্ডুলকার: বাদ রাখা যাবে না সচিন-অঞ্জলির প্রেম কাহিনিকেও। দু’জনের প্রথম দেখা হয়েছিল বিমানবন্দরে। তখন কেউ কাউকে চিনতেন না। তার পর এক কমন বন্ধুর বাড়িতে দেখা। তখন অঞ্জলি ডাক্তারি পড়ছেন। সেই আলাপই আস্তে আস্তে প্রেমে পরিণত হয়। ক্রিকেট সম্পর্কে নিজের জ্ঞানও বাড়াতে শুরু করেন অঞ্জলি।