ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১:৩২:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জয়ে ফিরলেন সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৮ এএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে সাফ নারী ফুটসালে বাংলাদেশের আজ (সোমবার) তৃতীয় ম্যাচ ছিল। নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছেন সাবিনারা। গত ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ নারী ফুটসাল দল। 

ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা করেন। এনিয়ে তিন ম্যাচে ৪ গোল করলেন। প্রথম ম্যাচে জোড়া এবং পরের দুই ম্যাচেও একটি করে গোল করেন। আজ ম্যাচের দ্বিতীয় গোল করেন কৃষ্ণা রাণী সরকার। দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে দূর থেকে শটে তিনি নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন। সাবিনা, কৃষ্ণা জাতীয় ফুটবল দলের অপরিহার্য অংশ ছিলেন। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে সৃষ্ট দূরত্বে তারা দলের বাইরে। তাই ফুটসালে ব্যস্ত থাকতে হচ্ছে। 

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ অনেক আক্রমণ করে। নেপালের গোলরক্ষক বাংলাদেশের আক্রমণ সামলাতে ব্যতিব্যস্ত ছিলেন। লিপি আক্তারের নেওয়া জোরালো শট অবশ্য ঠেকাতে পারেননি। ফ্রি কিক থেকে সুমাইয়ার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে দারুণভাবে জোরালো শট নেন লিপি। পরে নেপালের আক্রমণ গোলরক্ষক ঝিলি দারুণ দক্ষতায় ঠেকান। 

বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারায়। পরের ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে। আজ তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শিরোপার সম্ভাবনা প্রবল করল বাংলাদেশ।

সাফ নারী ও পুরুষ ফুটসালে সাত দল অংশগ্রহণ করছে। ৬ ম্যাচ শেষে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল তিন ম্যাচে চার পয়েন্ট পেয়েছে। আগামীকাল তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরশু দিন (বুধবার) সাবিনারাও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে।