নওগাঁয় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
নওগাঁ প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৪ এএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। এসময় ট্রাক ভাংচুর ও ট্রাক চালককে উৎসুক জনতা মারধর করে।
সোমবার (১৯ জারুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পত্নীতলা উপজেলা আকবরপুর ইউনিয়নের উষ্ঠি গ্রামের কাউসার রহমানের স্ত্রী খাদিজা আক্তার (২৮) ও তার মেয়ে ফাতেমা জান্নাত (৯)।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় নজিপুর বাজার থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন কাউসার রহমান। পথে মোটরসাইকেলটি পৌর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় সাপাহার থেকে নজিপুর অভিমুখী কাঠ বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মা ও মেয়ের মৃত্যু হয়।
পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
