ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১:৪৫:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৯০ ভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে: উপদেষ্টা রিজওয়ানা

রাজবাড়ী প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৩ এএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রায় ৯০ ভাগ ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত ‘গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায়’ এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বডিতে ক্যামেরা লাগানো থাকবে,যাতে করে সেখানে অঘটন ঘটানোর আগেও অপরাধীরা চিন্তা করে, অথবা যদি ঘটিয়েও ফেলে তারপরে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। গণভোটে জনগণের নিরাপত্তার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা করেছি।মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আবারও নির্দেশনা এসেছে আবার অভিযান চালিয়ে লুট হয়ে যাওয়া অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, এবার আমাদের একটু বাড়তি সজাগ সকলকেই থাকতে হবে। কারণ গত ১৬টা বছর যারা শাসন করে গেছে শাসনে তাদের প্রত্যেকটি পর্যায়ে লোকজন রয়ে গেছে। কারণ সেতো একা একা অপশাসন করতে পারে নাই, সে তার লোকজন সৃষ্টি করে বসিয়েই অপশাসন করে গেছে।সেখানে যেহেতু তার লোকেরা আছে, প্রকাশ্যে না থাকলেও ছদ্মবেশে আছে। সেই জন্য বাড়তি সতর্কতা সকলকেই অবলম্বন করতে হবে।”

“পতিত ও পলতাক স্বৈরাচারের যে দোসররা এখানে রয়ে গেছেন তারা যে  ভীতিটা ছড়াচ্ছেন এই ভীতির ফাঁদে আমরা পা দেবো না। আমাদের নিজেদের মনের মধ্যে সাহস সঞ্চার করতে হবে। আমি আপনাদের এটুকু আশ্বাস্ত করতে পারি সরকারের পক্ষ থেকে নির্বাচন সঠিক ভাবে হওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন, বৈষম্যদূরীকরণ, পরিবর্তন, প্রশাসনে দলীয়করণ বন্ধ ও জনহিতকর প্রশাসন চাইলে গণভোটে ‘হ্যা’ কে জয়যুক্ত করতে হবে। তিনি আরো বলেন তথ্য মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তরসমূহ গণভোট এবং জাতীয় নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণ ও নির্বাচন আচরণ বিধিমালা প্রচারণায়  ভোটের গাড়ি, ভোটের রিকশা, উঠান বৈঠক,  মাইকিং, মতবিনিময় সভা, তথ্যচিত্র প্রদর্শনী, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এছাড়াও জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মাহফুজা আখতার ও রিয়াসাদ আল ওয়াসিফ, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার ফারহানা রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিনসহ রাজবাড়ীর জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সুশিল সমাজ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে ভোটের গাড়ি ক্যারাভানের উদ্বোধন করেন। পরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে একটি বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন।