ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১:৩২:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে পূথি

জামালপুর প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ পূথি ফুটবল পেয়েছেন। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা মোট ৩১ জন প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামছেন।

বুধবার (২২ জানুয়ারি) জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। এ সময় ফারজানা ফরিদ পূথির হাতে ফুটবল প্রতীক তুলে দেওয়া হয়।

ফারজানা ফরিদ পূথি জামালপুর জেলার পাঁচটি আসনে মনোনয়নপত্র দাখিল করা মোট ৩১ জন প্রার্থীর মধ্যে তিনিই একমাত্র নারী প্রার্থী। ফলে, জেলায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটাররা মনে করছেন, পুরুষপ্রধান নির্বাচনি পরিবেশে তার অংশগ্রহণ নারীদের রাজনীতিতে এগিয়ে আসার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাচ্ছে।

ফারজানা ফরিদ পূথি মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকার বাসিন্দা। তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে হস্তশিল্প ব্যবসা পরিচালনার পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এর আগে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।

প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় ফারজানা ফরিদ পূথি বলেন, ‘জামালপুর জেলায় একমাত্র নারী প্রার্থী হিসেবে দায়িত্ব অনেক বেশি। আজ ফুটবল প্রতীক পেয়ে আমি আরও উৎসাহিত হয়েছি। আপনারা আমাকে সুযোগ দিলে মেলান্দহ ও মাদারগঞ্জের মানুষের উন্নয়নে নিজেকে নিবেদিত রাখব।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনি বিধি অনুযায়ী আগামীকাল থেকেই প্রচার-প্রচারণা শুরু করা যাবে। ইনশাআল্লাহ আগামীকাল থেকেই মাঠে নেমে সাধারণ মানুষের কাছে যাব।’

উল্লেখ, তিনিসহ জামালপুর-৩ আসনে নির্বাচনি মাঠে রয়েছেন ৯ প্রার্থী।