ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৫:৫৭:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের নতুন উদ্যোগ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৯ এএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের বাইটড্যান্স এবং ভিডিও অ্যাপ টিকটক তাদের মার্কিন কার্যক্রমের কিছু অংশ আমেরিকান বিনিয়োগকারীদের হাতে দেওয়ার একটি দীর্ঘ প্রতীক্ষিত চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যত নিরাপদ হতে চলেছে এবং সম্ভাব্য দেশব্যাপী নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হবে।

টিকটক নতুন একটি মার্কিন সত্তা প্রতিষ্ঠা করেছে, যেখানে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে তিনটি মূল মার্কিন বিনিয়োগকারী—ওরাকল, প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেক ম্যানেজমেন্ট এবং আবুধাবিভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স। টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা চিউ শো জি বাইটড্যান্সের গুরুত্বপূর্ণ ব্যবসা পরিচালনা চালিয়ে যাবেন এবং বোর্ডে থাকবেন।

নতুন আমেরিকান উদ্যোগের সিইও হিসেবে দায়িত্ব নেবেন অ্যাডাম প্রেসার। গত কয়েক বছরে টিকটককে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার হুমকি দেওয়া হয়েছিল। ২০২৪ সালে কংগ্রেস উদ্বেগ প্রকাশ করেছিল যে চীনা সরকার মার্কিন ব্যবহারকারীর ডেটা অ্যাক্সেস করতে পারে বা অ্যাপটি রাজনৈতিক প্রভাবের জন্য ব্যবহার করতে পারে, তবে টিকটক এই অভিযোগ অস্বীকার করেছে।

নতুন চুক্তির ফলে মার্কিন বিনিয়োগকারীরা নতুন টিকটক মার্কিন কোম্পানির ৫০ শতাংশ মালিক হবে, বাইটড্যান্স ৩০.১ শতাংশ এবং তাদের হাতে থাকবে ১৯.৯ শতাংশ অংশ। এই নতুন সত্তা মার্কিন ব্যবহারকারীদের ডেটা সুরক্ষা এবং কনটেন্ট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে। সাত সদস্যবিশিষ্ট একটি আমেরিকান বোর্ড এটি পরিচালনা করবে।

ওরাকল ক্লাউড কম্পিউটিং মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে। তবে, সমালোচকরা বলছেন, এই ব্যবস্থা ২০২৪ সালের মার্কিন জাতীয় নিরাপত্তা আইনের সঙ্গে পুরোপুরি মেনে চলে কি না, তা এখনও স্পষ্ট নয়। নতুন উদ্যোগে বাইটড্যান্স মার্কিন টিকটক ব্যবহারকারীদের জন্য কনটেন্ট অ্যালগরিদমের একটি কপি লিজ দেবে, যাতে নতুন মার্কিন অ্যালগরিদম প্রশিক্ষণ পেতে পারে। সেইসঙ্গে, বিজ্ঞাপন ও দ্রুত বৃদ্ধি পাওয়া ই-কমার্স খাতে বাইটড্যান্স নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখবে।