ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৩:১২:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে অনুপ্রবেশকালে নারীসহ ২১ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৬ এএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারী-পুরুষ ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাঘাডাংঙ্গা, কুমিল্লাপাড়া, খোসালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে ২১ জন বাংলাদেশি নাগরিক আটক করা হয়।

আটকদের মধ্যে আটজন পুরুষ, সাতজন নারী ও ছয়জন শিশু রয়েছে। তারা সবাই ঝিনাইদহ, মাদারীপুর, গোপালগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

অন্যদিকে, রাজাপুর ও কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯০ বোতল মাদক সিরাপ ও হাতের চুড়ি, কানের দুল গলার চেইন, কসমেটি উদ্ধার করা হয়।

পরে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।