নতুন বাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:২২ এএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর নতুন বাজার এলাকায় একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ফায়ার সার্ভিস আগুন লাগা মার্কেটটির নাম জানাতে পারেনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টা ১৮ মিনিটে এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, আজ রাত ৮টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর নতুন বাজারে একটি মার্কেটে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের চারটি ইউনিট যায়। রাত ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে।
নতুন বাজারে আগুন লাগা মার্কেটটির নাম জানতে চাইলে মো. শাহজাহান বলেন, মার্কেটটির নাম নতুন বাজার মার্কেট।
