একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে: তারেক রহমান
হাতিয়া প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৪৮ এএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান।
তিনি বলেছেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত করা যায়। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। গত ১৫-১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা কাজটি করেছে তারা দেশ থেকে পালিয়েছে।
তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু ভোট দিলেই চলবে না। ভোট শেষ করে ওখানে থাকতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোক মিলে দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এ দেশ ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নেই। যেমন করে আমরা নিজের ঘর সাজাই, তেমনি বাংলাদেশকেও সাজাতে হবে। এ দেশ একটি ঘর, আর দেশের মানুষ একটি পরিবার।
বিএনপি চেয়ারপারসন বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এর আগে এই এলাকার মানুষ অনেককে দেখেছে, তারা কিন্তু সমস্যার সমাধান করেনি। নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ, ব্লকবাঁধ নির্মাণ এই গুলো আমরা করব। তবে আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা। এসময় তারেক রহমান ঘোষণা দেন বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সকল সমস্যার সমাধান করা হবে।
জনসভায় কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুললাহিল মজিদ নিশানসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
