মেডিকেলে নারী শৌচাগারে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রায়হান কবির ইমনকে সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে শনাক্ত করে হাসপাতালের শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি প্রকাশ পাওয়ার পর ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয়।
হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা এই ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস বলেন, “অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনও কোনো মামলা দায়ের হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, “অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসককে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
