ছোটগল্প# ছোট্ট নীলকণ্ঠ ও বন্ধু খরগোশ
আইরীন নিয়াজী মান্না
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
এক বাগানে বাস করত ছোট্ট একটি নীলকণ্ঠ পাখি। ওর গায়ে ছিল নীল রঙের চকচকে পালক, আর চোখে উজ্জ্বল কৌতূহল। প্রতিদিন ভোরবেলা সূর্য উঠার সাথে সাথেই ও বাগানের গাছগুলোর ডালে ডালে উড়ে বেড়াতো। আর মিষ্টি সুরে গান গাইতো।
নিলকণ্ঠের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল ছোট একটি খরগোশ। নাম তার টিনটিন। টিনটিন সব সময় দেরিতে ঘুম থেকে ওঠতো। নীলকণ্ঠ তাই প্রতিদিন কিচিরমিচির করে ডেকে ডেকে ওকে ঘুম থেকে তুলতো।
একদিন প্রচন্ড বৃষ্টি শুরু হলো। বাগান ভিজে একদম চপচপে হয়ে গেল। নীলকণ্ঠ খুব চিন্তায় পরে গেল। টিনটিন ভিজে গেলে ওর ঠান্ডা লেগে যাবে। ও তাড়াতাড়ি উড়ে গিয়ে টিনটিনকে বললো, বন্ধু চলো, আমার সঙ্গে। ওই বড় পাতার নিচে লুকাই।
টিনটিন খুশিতে লাফিয়ে উঠলো। হেসে বললো, চলো তবে যাই।
ওরা দু’বন্ধু জবা গাছের সবুজ পাতার নিচে বসে বসে বৃষ্টি উপভোগ করতে লাগল।
বৃষ্টির ফোঁটা গাছের পাতা থেকে টপটপ করে পড়ছিল। নীলকণ্ঠ মৃদু কণ্ঠে গান গাইতে লাগলো। টিনটিন ওর পাশে বসে সেই সুর উপভোগ করছে। বৃষ্টি শেষে যখন রোদ উঠলো, ওরা দুজনেই আনন্দে হেসে উঠলো। কারণ তাদের মিষ্টি বন্ধুত্বে নতুন রঙ যোগ হয়ে গেছে।
সেদিনের পর থেকে নীলকণ্ঠ আর টিনটিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই বাগানের কোণে চলে আসতো। তারপর দু’বন্ধু মিলে প্রাণভরে গল্পে মেতে উঠতো। দিনভর বাগানজুড়ে চললো ওদের রাজত্ব।
