ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ০:১০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়

ক্রীড়া প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৭ এএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী ফুটবল লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে রাজশাহী স্টারস ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং। রাজশাহী ১৩-০ গোলে সিরাজ স্মৃতিকে পরাজিত করে। দিনের অন্য ম্যাচে ফরাশগঞ্জ ২-০ গোলে বিকেএসপিকে হারায়।

আট ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্টে রাজশাহী টেবিলের শীর্ষে। ১১ দলের লিগে আর দুই ম্যাচ বাকি রয়েছে। শেষ দুই রাউন্ডের খেলা কয়েক দিন পর অনুষ্ঠিত হবে। আগামীকাল সাফ অ-১৯ নারী টুর্নামেন্ট খেলতে কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ।

নারী লিগে শীর্ষ অনেক দলেই অ-২০ দলের ফুটবলার রয়েছে। এজন্য ৭ ফেব্রুয়ারি সাফ টুর্নামেন্ট চলাকাল পর্যন্ত বাফুফে নারী লিগ বিরতি রাখার সিদ্ধান্ত নিয়েছে। বয়স ভিত্তিক জাতীয় দল দেশে ফেরার পর ১০ ও ১৩ ফেব্রুয়ারি শেষ দুই রাউন্ড খেলা পরিচালনার পরিকল্পনা ফেডারেশনের। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দুই দিন আগে ও পরের দিন খেলা পরিচালনা করতে পারবে কি না সামগ্রিক প্রেক্ষাপটে সেটাও আলোচনা হচ্ছে ফুটবলাঙ্গনে। কারণ জাতীয় নির্বাচনের জন্য প্রিমিয়ার ফুটবল লিগ সপ্তাহ খানেক পিছিয়েছে। 

ঋতুপর্ণারা আজ গোল উৎসব করেছে। আলপী আক্তার পাঁচটি, ঋতুপর্ণা হ্যাটট্রিক, নেপালের দীপা সাহী, শাহেদা আক্তার রিপা জোড়া ও মুনকি আক্তার এক গোল করেন। রাজশাহী স্টারের শিরোপা জয়ে একমাত্র বাধা এখন সেনাবাহিনী। লিগের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে। সেনাবাহিনী রাজশাহীকে হারালে তখন দুই দলেরই সমান পয়েন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যদি দুই দলই নবম ম্যাচ জয়লাভ করে।

রাজশাহীর পাশাপাশি ফরাশগঞ্জও ভালো দল গড়েছে। রাজশাহীর বিপক্ষে হেরে যাওয়ায় তারা তিন পয়েন্ট পেছনে। তাই তারা তাকিয়ে রাজশাহী ও সেনাবাহিনী ম্যাচের দিকে। যদিও শক্তিমত্তায় রাজশাহী সেনাবাহিনী ফুটবল দলের চেয়ে এগিয়ে। আজ ফরাশগঞ্জ বিকেএসপির বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে। মনিকা চাকমা ও শামসুন্নাহার জুনিয়রের গোলে ফরাশগঞ্জ বিকেএসপিকে হারায়।