‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন
আইরীন নিয়াজী মান্না
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
ফাইল ছবি।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে না পারা ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ইতিমধ্যে ১৩ লক্ষ ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, প্রবাসী, সরকারি কর্মচারী ও অন্যান্য যোগ্য ভোটাররা এই অ্যাপে নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, পোস্টাল ভোট দেশের ভোটারদের জন্য নির্ধারিত একটি সুবিধা, যা তাদের নির্বাচনী দিনে ভোটকেন্দ্রে উপস্থিত না থাকার কারণে ভোট দিতে সহায়তা করে।
ইসি কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত প্রায় ১৩ লক্ষ ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এতে প্রবাসী বাংলাদেশি, দেশে অবস্থানরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য পোস্টাল ভোটার অন্তর্ভুক্ত। ভোটারদের আবেদনের যাচাই-বাছাই শেষে ব্যালট পাঠানো হবে।”
নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, পোস্টাল ভোটের ব্যালট গোপনীয়তা বজায় রেখে নিরাপদভাবে বিতরণ ও গ্রহণ করা হবে। তবে ভোটারদের সময়মতো আবেদন ও ব্যালট ফেরত পাঠানো নিশ্চিত করতে হবে।
ইসি আরও জানায়, যেসব ভোটার নির্বাচনের দিন ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন না, তাদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচনী দিনে ভোটকেন্দ্রে উপস্থিতি না থাকা সত্ত্বেও পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পোস্টাল ভোট রেজিস্ট্রেশন শেষ: ৫ জানুয়ারি
নির্বাচন কমিশন জানিয়েছিল ‘Postal Vote BD’ অ্যাপে পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত করা যাবে। এর পর আর নতুন আবেদন গ্রহণ করা হয়নি, বলে ইসি সূত্রে জানা গেছে। পোস্টাল ব্যালট অবশ্য বিতরণ ও গ্রহণের সময়সীমা রয়েছে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন পর্যন্ত, যেখানে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো আবশ্যক।
