আজ সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১৭ এএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার (আজ) টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বার্তায় এই তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
এতে বলা হয়েছে, নন্দনপুর ডিআরএসের (বিভাগীয় নিয়ন্ত্রণ কেন্দ্র) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না। এই সময়ে কুমিল্লা সদর উপজেলা, কুমিল্লা বিসিক, কুমিল্লা ইপিজেড ও এর আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
