ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ১২:৫৯:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ এএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা এবং দৈবচয়ন ভিত্তিতে আসন বিন্যাস সাজানোর কারণে পরীক্ষার্থীদের নিজ নিজ আসন খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে। সে কারণে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে, অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। বিষয়টি প্রবেশপত্র এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাতেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।