ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ১৪:৫৪:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা

খেলাধুলা প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ফুটবলের আরেক সংস্করণ প্রথম সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। একই আসরে ছেলেরা না পারলেও চ্যাম্পিয়ন ট্রফি জিতে ইতিহাস গড়ে দেশে ফিরেছে মেয়েরা। 

গতকাল সন্ধ্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঢাকায় ফেরে সাবিনা খাতুনের দল। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যাম্পিয়ন মেয়েদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। 

বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে ছাদখোলা বাসে যাত্রা করেন সাবিনারা। আগের দু’বার ঠিক এভাবেই ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করেছিল সাবিনা খাতুনের দল। অবশ্য সেটা ছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর। এবার সাবিনার নেতৃত্বেই লাল-সবুজের মেয়েরা জিতেছে ফুটসাল টুর্নামেন্টের ট্রফি।

ছাদখোলা বাসে করে সাবিনাদের আনন্দ ছিল দেখার মতো। চ্যাম্পিয়ন ট্রফি ঘুরে ঘুরে দলের সব খেলোয়াড়ের হাতে শোভা পাচ্ছিল। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটসাল দলের ইরানি কোচ ও ম্যানেজার। 

বিমানবন্দর থেকে সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকারদের ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হয় রাজধানীর হাতিরঝিলে। 

সেখানে এম্ফি থিয়েটারে জাতীয় নারী ফুটসাল দলকে সংবর্ধনা দেওয়া হয়। তবে চ্যাম্পিয়ন ফুটসাল দলকে সংবর্ধনা দেওয়া হলেও আগের সাফের শিরোপা জিতে বোনাস না পাওয়ার বেদনা ঠিকই ছিল সাবিনাদের।

প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী দুই বিভাগেই অংশ নেয় বাংলাদেশ। পুরুষ দল সাত দেশের মধ্যে পঞ্চম হয়েছে। ছয় ম্যাচের দু’টিতে জিতে ও এক ম্যাচ ড্র করে ৭ পয়েন্ট পায় ছেলেরা। 

নারী বিভাগে সাবিনারা ছয় ম্যাচের পাঁচটি জিতেছে এবং একটি ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। নারী ফুটবলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পরপর দুইবারের চ্যাম্পিয়ন। 

এবার নারী ফুটসালেও দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে লাল-সবুজের মেয়েরা।