ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ১৫:১৪:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সবজি ও মাছের দামে আবারও চাপ, মাংস স্থিতিশীল

অনু সরকার

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নানা পণ্যের দাম। লাগাম ধরার যেন কেউ নেই। বাজারে এসে ক্রেতারা হতাশ। রাজধানীর কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, আজ সবজি ও মাছের বাজারে দাম ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। মাছের বাজারেও মাঝারি থেকে উচ্চ দরে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। তবে মাংস ও মুরগির দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

সবজি বাজার: সরেজমিনে কারওয়ান বাজার, মালিবাগ ও মতিঝিল এলাকার বাজার ঘুরে দেখা যায়—বেগুন বিক্রি হচ্ছে ১৪০–২০০ টাকা কেজি, টমেটো ১৬০–১৮০ টাকা, ঢুন্ডাল ও চিচিঙ্গা ৯০–১০০ টাকা, কাঁচা মরিচ ১৬০–২০০ টাকা, লম্বা শিম ২২০–২৪০ টাকা এবং পেঁপে ৪০ টাকা কেজি দরে।

বিক্রেতারা জানান, মাঠপর্যায়ে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। পরিবহন খরচ বৃদ্ধিও দামের ওপর প্রভাব ফেলেছে বলে তারা দাবি করেন।

মাছের বাজার: আজ রুই মাছ বিক্রি হয়েছে ৪০০–৪৫০ টাকা কেজি, পাঙ্গাশ ২০০–২৩০ টাকা, শিং মাছ ৪৫০–৬০০ টাকা, পাবদা ৪৫০ টাকা এবং বড় ইলিশ ১ হাজার ৪০০ থেকে ২ হাজার ২০০ টাকা কেজি (ওজনভেদে) দরে।

মাছ বিক্রেতা সালাম মিয়া বলেন, “ইলিশ কিছুটা এসেছে, তাই দাম খুব বেশি বাড়েনি। তবে অন্যান্য মাছের সরবরাহ স্বাভাবিকের তুলনায় কম।”

মাংস ও মুরগি: মাংসের বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০–৮০০ টাকা কেজি, খাসি বা ছাগলের মাংস ১ হাজার ১০০ টাকার বেশি, ব্রয়লার মুরগি ১৮০–২০০ টাকা কেজি এবং সোনালি মুরগি ২৮০–৩২০ টাকা কেজি দরে।

ডিম: ডিমের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০–১৫০ টাকা।

ক্রেতাদের অভিযোগ: বাজার করতে আসা চাকরিজীবী রফিকুল ইসলাম বলেন, “নিত্যপণ্যের দাম কমার কোনো লক্ষণ নেই। সবজি আর মাছের দাম বাড়ায় সংসার চালাতে কষ্ট হচ্ছে।”

সবজি ও মাছের বাজারে দাম বাড়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বাড়ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে আগামী সপ্তাহে দামে কিছুটা স্বস্তি মিলতে পারে।

মালিবাগ বাজারের ক্রেতা হাসান হাফিজ বলেন, “প্রতিদিন বাজারে এসে মনে হয় টাকা কম, ব্যয়টা বেশি। সবজি আর মাছের দাম কমলে ভালো হতো।”

সবজির বিক্রেতা হাসান মিয়া বলেন, “সরবরাহ কম থাকলে দাম ওঠে। আমরাও চাই ভালো সরবরাহ থাকুক, যাতে দাম একটু ভারসাম্য হয়।”