মাঘেই পালিয়েছে শীত, বাতাসে বসন্তের আগমনী বার্তা
শ্যামল দেব
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
সাধারণত মাঘ মাসের শেষ ভাগ পর্যন্ত শীতের দাপট থাকার কথা। তবে এবার মাঘের শুরুতেই বিদায় নিয়েছে শীত। কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভোরের কনকনে ঠান্ডা নেই বললেই চলে। আবহাওয়ায় এই পরিবর্তনকে বসন্তের আগাম আগমনী বার্তা হিসেবেই দেখছেন আবহাওয়াবিদরা।
সকালে ঘন কুয়াশার বদলে এখন দেখা যাচ্ছে হালকা কুয়াশা কিংবা পরিষ্কার আকাশ। দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত সপ্তাহের তুলনায় দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে।
রাজধানীর শাহবাগ ও ধানমন্ডি এলাকায় ভোরে হাঁটতে বের হওয়া মানুষজন বলেন, কয়েক দিন আগেও গরম কাপড় ছাড়া বের হওয়া যেত না। এখন হালকা চাদর বা পাতলা সোয়েটারেই চলা যাচ্ছে।
ধানমন্ডির বাসিন্দা আবদুল করিম বলেন, “মাঘ মাস তো মানেই কনকনে শীত। কিন্তু এবার মনে হচ্ছে বসন্ত আগেই চলে এসেছে।”
শীত কমে যাওয়ার প্রভাব পড়েছে বাজারেও। শীতের সবজির সরবরাহ কমতে শুরু করেছে। অন্যদিকে কিছু গাছে আগাম মুকুল দেখা যাচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়া এমন থাকলে আম ও লিচুর মুকুল সময়ের আগেই ফুটতে পারে।
আবহাওয়াবিদরা জানান, পশ্চিমা লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় শীতের তীব্রতা কমেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় কুয়াশাও তুলনামূলক কম হচ্ছে। তবে মাঝে মাঝে উত্তরাঞ্চলে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মাঘ মাসেই শীতের বিদায় ও তাপমাত্রা বৃদ্ধিকে জলবায়ু পরিবর্তনের একটি লক্ষণ হিসেবেও দেখছেন পরিবেশবিদরা। তাদের মতে, ঋতুচক্রের এই অস্বাভাবিকতা ভবিষ্যতে কৃষি ও জনজীবনে প্রভাব ফেলতে পারে।
