ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাইপর্বের আনুষ্ঠানিকতা বাকি থাকলেও মাঠে দাপট কমেনি নিগার সুলতানা জ্যোতির দল। আজ কীর্তিপুরে স্কটল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
নেপালে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। গ্রুপ পর্বে টানা চার জয়ের পর সুপার সিক্সেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি। থাইল্যান্ডকে হারানোর পর আজ স্কটল্যান্ডের বিপক্ষেও একপেশে জয় তুলে নেয় জ্যোতিরা।
বাংলাদেশের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় দ্রুতই বড় বিপর্যয়ের মুখে পড়ে দলটি। ১৬.৩ ওভারে ৯ উইকেটে ৭৮ রানে নেমে আসে স্কটিশদের ইনিংস। শেষ উইকেটে পিপ্পা স্প্রুল ও অলিভিয়া বেলের ২৩ রানের জুটিতে কোনোমতে শতরান স্পর্শ করে তারা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রানেই থামে স্কটল্যান্ড।
স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত ছিলেন পিপ্পা স্প্রুল। বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মারুফা আক্তার। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। লেগস্পিনার স্বর্ণা আক্তারও ৩ উইকেট শিকার করেন, ৪ ওভারে মাত্র ১৩ রান দেন তিনি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৯১ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকেই আসে ইনিংসের সর্বোচ্চ রান। ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই।
স্কটল্যান্ডের হয়ে প্রিয়ানাজ চ্যাটার্জি, ক্লো আবেল ও ক্যাথেরিন ফ্রেজার একটি করে উইকেট নেন। বাংলাদেশের শারমিন আক্তার সুপ্তা (১৫) ও স্বর্ণা আক্তার (৫) রানআউট হন।
এদিকে জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আটটি দল আগেই চূড়ান্ত হয়েছে। বাকি চারটি দল নির্ধারিত হচ্ছে বাছাইপর্ব থেকে। বাংলাদেশ ও নেদারল্যান্ডস ইতোমধ্যে মূল পর্বে জায়গা করে নিয়েছে। এর আগে মুলপানিতে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। একই দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডস বৃষ্টি আইনে ২১ রানে জয় পায়। তাতেই বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়।
বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পরশু মুলপানিতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।
