রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
রাজশাহী প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪৬ এএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অজ্ঞাত রোগে এক নারীর মৃত্যু হয়েছে। নওগাঁ জেলার বাসিন্দা মধ্যবয়সী ওই নারীকে গত ১৪ জানুয়ারি চিকিৎসার জন্য রামেক ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জানুয়ারি তিনি মারা যান। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে পারেননি রোগীর স্বজনেরা। কী রোগে ওই নারী মারা গেছেন নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষও।
হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া ওই নারীর জ্বর, মাথাব্যাথা, খিঁচুনি, বমিভাবে মতো উপসর্গ ছিল; যা নিপাহ ভাইরাসে আক্রান্তের লক্ষণ। রোগ শনাক্তে এরইমধ্যে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) অনুসন্ধান শুরু করেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইইডিসিআর রোগীর নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত রোগের ধরন সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
এদিকে বছরের এই সময়ে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে বাদুড়ের মাধ্যমে খেজুরের কাঁচা রস ও বাদুড়ে খাওয়া ফল থেকে নিপাহ ছড়ানোর আশঙ্কা রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে খেজুরের কাঁচা রস ও বাদুড়ে খাওয়া ফল পরিহারের আহ্বান জানিয়ে আসছেন। দেশের কয়েকটি জেলায় প্রায় নিয়মিতভাবেই নিপাহ সংক্রমণ দেখা যাচ্ছে এবং নতুন নতুন এলাকায় এর বিস্তার ঘটছে। নওগাঁ জেলা নিপাহ সংক্রমণপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি।
তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি নিপাহ সন্দেহে বিভিন্ন জেলার অন্তত পাঁচটি নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। কিন্তু সেগুলোতে নিপাহ শনাক্ত হয়নি। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, অনুসন্ধান চলছে। অনুসন্ধানের ফলাফল হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ বা রোগের নাম বলা যাবে না।
