ঢাকা, শনিবার ৩১, জানুয়ারি ২০২৬ ১৪:৩৭:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ

আইরীন নিয়াজী মান্না

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট দিতে পারা না‑পারার কারণে পোস্টাল ভোটের সুবিধা গ্রহণকারী ভোটারদের জন্য শেষ মুহূর্তের রিমাইন্ডার জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে আবেদন ইতিমধ্যেই শেষ হলেও ব্যালট ফেরত পাঠানোর সময়সীমা এখনও চলমান।
নির্বাচন কমিশন সূত্র জানায়, পোস্টাল ভোটের জন্য আবেদন করা ভোটারদের এখন প্রধান দায়িত্ব হলো ব্যালট নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো নিশ্চিত করা। ব্যালট সময়মতো পৌঁছালে তা বৈধ ভোট হিসেবে গণনায় ধরা হবে।
শেষ মুহূর্তের ক্যালেন্ডার/রিমাইন্ডার:
পোস্টাল ভোটের আবেদন শেষ    ৫ জানুয়ারি ২০২৬। এরপর নতুন কোনো আবেদন গ্রহণ করা হয়নি।
ব্যালট বিতরণ শুরু হবে    জানুয়ারি শেষ সপ্তাহে।    রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ভোটারকে ব্যালট পাঠানো হবে।
ব্যালট ফেরত পাঠানোর শেষ সময়    ১২ ফেব্রুয়ারি ২০২৬। এদিন বিকেল ৪:৩০    ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে অবশ্যই পৌঁছাতে হবে।
নির্বাচনের দিন    ১২ ফেব্রুয়ারি ২০২৬    ভোট গণনা শুরু হবে। এর আগে  ব্যালট সময়মতো পৌঁছানো থাকলে গণনায় ধরা হবে
ইসি কর্মকর্তারা উল্লেখ করেন, বিশেষ করে নারী ভোটার ও প্রবাসী ভোটারদের সময়মতো ব্যালট ফেরত পাঠানোর দিকে নজর দিতে হবে। ব্যালট খাম সঠিকভাবে সিল করা, ঠিকানা যাচাই এবং নিরাপদভাবে ডাকযোগে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক কর্মকর্তা বলেন, “যারা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না, তারা পোস্টাল ভোটের মাধ্যমে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখার জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।”
নির্বাচন কমিশন ভোটারদের স্মরণ করিয়ে দিচ্ছে, ব্যালট সময়মতো না পৌঁছালে ভোট বৈধ গণনায় ধরা হবে না, তাই শেষ মুহূর্তেও যত্ন সহকারে ব্যালট পাঠানো জরুরি।