নীলাকাশের স্নিগ্ধতায় জমজমাট অষ্টমীর মণ্ডপ
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:১৮ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ১০:৪৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার
মাইকে বেজে চলেছে বরী ঠাকুরের বিখ্যাত সঙ্গীত’ আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য, সুন্দর...‘। লোকের ভীড়ে জমে উঠেছে কলাবাগান মাঠের পূজার আয়োজন। চলছে প্রার্থণা, চলছে অঞ্জলি দান। মহাষ্ঠমীর দিন আকাশ নীল।
নীলাকাশে হিমেল হাওয়ায় জমজমাট অষ্টমীর মণ্ডপ। লোকের ভীড়ে জমে উঠেছে রাজধানীর মণ্ডপগুলো। ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে, নতুন জামা-কাপড় পরে পাড়ার মণ্ডপে যাওয়া। তারপর পূজা দেখা আর অঞ্জলি দিয়ে অষ্টমীর দিন শুরু হয় বাঙালির। ষষ্ঠী, সপ্তমীর মতো অষ্টমীর সকালটাও যেন শারদোৎসবের আশমানি রঙে রাঙা হয়ে উঠেছে। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আকাশ রোদ ঝলমলে থাকবে অষ্টমীতেও। ছিলোও তাই।
আজ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। প্রকৃতিতে হিমেল আমেজ ইতিমধ্যেই এসে গিয়েছে। এ দিন ভোরের দিকের বেশ ঠাণ্ডা ভাবও ছিল।
সপ্তমীর রাতে আরও চোখে পড়ার মতো ভিড় ছিল শহরে। প্রায় রাতভর মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন মানুষেরা। অষ্টমীর রাতে সেই ভিড় আরও বাড়বে বলে মনে করছেন পূজার উদ্যোক্তরা। ভিড় সামাল দিতে পুলিশও আগাম ব্যবস্থা নিয়ে রাখছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা আরও কঠোর করছে পুলিশ।
