ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ৬:৩৮:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মঈনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ১২:৫৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

বিশিষ্ট লেখক ও সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ উল্লেখ করায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন পেশাজীবী নারীরা। আজ বুধবার ২০১ জন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

 

বিবৃতি দানকারীরা হলেন- মানবাধিকার কর্মী সুলতানা কামাল, মানবাধিকারকর্মী খুশী কবির, আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক নুজহাত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শান্তা তাওহিদা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জয়নাব শান্ত।



বিবৃতিদানকারীরা অন্যরা হলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাছিমা আক্তার সোমা, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শিল্পীসহ বিভিন্ন নারী সাংবাদিকবৃন্দ। এছাড়া অনেক সাংবাদিক ওই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন।

 

গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে রাজনৈতিক সংবাদের বিশ্লেষণ চলছিল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মিথিলা ফারজানা। এতে অতিথি ছিলেন মাসুদা ভাট্টি এবং সাখাওয়াত হোসেন সায়ন্ত। আলোচনায় স্টুডিওর বাইরে থেকে যুক্ত হন ব্যারিস্টার মইনুল হোসেন।

 

আলোচনার ফাঁকে মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল: সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে যে, ব্যারিস্টার মইনুল হোসেন ঐক্যফ্রন্টে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন। এর জবাবে ব্যারিস্টার মইনুল বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই।’

 

মঈনুল হোসেনের এ মন্তব্য প্রসঙ্গে নারী সাংবাদিকরা বিবৃতিতে বলেছেন, ‘আমরা মনে করি, তার এই বক্তব্য নারীর জন্য অবমাননাকর, আপত্তিকর, চরম অসহনশীলতার পরিচায়ক। ব্যারিস্টার মইনুল হোসেনের মতো যারা রাজনৈতিক সহনশীলতার কথা বলেন তাদের কাছ থেকে এ ধরনের শব্দচয়ন উদ্বেগজনক বলে আমরা মনে করি এবং আমরা এর তীব্র নিন্দা জানাই।’

 

‘অবিলম্বে মাসুদা ভাট্টি তথা নারীর জন্য মানহানিকর এই বক্তব্য প্রত্যাহার করে ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি’ বলা হয় বিবৃতিতে।