স্থিতিশীল সব পণ্যের দাম
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৭ এএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার
রাজধানীর বাজারে নতুন করে কোন পণ্যের দাম বাড়েনি। সবজি, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম স্থিতিশীল রয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, মধ্যবাড্ডা বাজার, শান্তিনগর কাঁচাবাজার, খিলগাঁও রেলগেট বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, খুচরা পর্যায়ে প্রতি কেজি বেগুন ৫০-৬০ টাকা, লাল টমেটো ৯০-১০০ টাকা, গাজর ১০০-১১০ টাকা, ফুলকপি ৬০-৬৫ টাকা, বাঁধাকপি ৪০-৪৫ টাকা, মুলা ৪৫-৫০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, শিম ১০০-১১০ টাকা, ঝিঙে ৫০, শীতের লম্বা লাউ প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর রেলগেট বাজারের বিক্রেতা আইনুল বলেন, নতুন করে সবজির দাম বাড়েনি। সামনের দিকে সবজির দাম আরও কমতে পারে।
বাজারে প্রতিকেজি গরুর মাংস ৪২০ টাকা, খাসি ৭০০ থেকে ৭২০ টাকা, দেশি মুরগি প্রতিটি সাড়ে তিনশ থেকে চারশ টাকা আর প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৩০ -১৪০ টাকায়।
মাছের বাজারে পর্যাপ্ত মাছ থাকলেও দাম আগের মতই বেশি। তারপেরও ক্রেতারা মাছ কিনছেন। প্রতি কেজি রুই ৩০০-৩২০ টাকা ,ছোট আকারের রুই ২০০-২২০ টাকা,চিংড়ি প্রতি কেজি এক হাজার টাকা, মাঝারি আকারের চিংড়ি ৭০০-৭৫০ টাকা ,তেলাপিয়া ১২০-১৪০ টাকা, কই ১৬০-১৭০ টাকা , পাঙ্গাশ ১০০-১৩০ টাকা, নলা ১৪০-১৫০ টাকা , সরপুঁটি ১৬০ টাকা,পাঁচ মিশালী ৩০০ -৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
