ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ৪:৫৯:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী সাংবাদিক কেন্দ্রের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:০৭ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৩:১৩ পিএম, ২৩ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে আবারো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাসিমুন আরা হক মিনু ও পারভীন সুলতানা ঝুমা।

 

গতকাল রোববার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউউ মিলনায়তনে সংগঠনের তৃতীয় জাতীয় সম্মেলনে ৩৩ সদস্যের এই নতুন কমিটি গঠন করা হয়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সম্মেলনে সহ-সভাপতি পদে এবার গত কমিটির দিল মনোয়ারা মনুর সঙ্গে রয়েছেন পারভীন এফ চৌধুরী এবং আশা মেহরিন আমিন। কোষাধ্যক্ষ পদে এবারও আখতার জাহান মালিককে নির্বাচন করেছেন সদস্যরা।

যুগ্ম সম্পাদক পদে গত কমিটির সহ-সাধারণ সম্পাদক অদিতি রহমানের সঙ্গে নির্বাচিত হয়েছেন মুনিমা সুলতানা ও লতিফা আনসারি রুনা।

 

সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাহনাজ সিদ্দীক সোমা। নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে মুশফিকা নাজনীন, সাংস্কৃতিক সম্পাদক পদে সেলিনা শিউলী, আন্তর্জাতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন, প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে নাজনীন নাহার, দফতর সম্পাদক পদে দিলরুবা খান, প্রকাশনা সম্পাদক পদে শরিফা বুলবুল, প্রশিক্ষণ সম্পাদক পদে নাসরিন শওকত, সমাজকল্যাণ সম্পাদক পদে ঝর্ণামনি এবং ক্রীড়া সম্পাদক পদে সেবিকা দেবনাথ নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া কমিটির ১৪ সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহনাজ শারমিন, ফারজানা রূপা, রোজিনা ইসলাম, শাকিলা জেসমিন, সাজু রহমান, জান্নাতুল বাকেয়া কেকা, শাহনাজ পারভীন এলিস, শাহনাজ পলি, জান্নাতুল ফেরদৌস এনা, জান্নাতুল ফেরদৌস পান্না, ডেইজী মওদুদ, বিলকিস জাহান সুমি, ইয়াসমিন রীমা ও লাইলি বেগম।

 

উল্লেখ্য, ২০০৭ সালের মার্চে এই সংগঠনের দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ১১ বছর পর তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো।