বাজারে ক্রেতার দেখা নেই, তবে পণ্যের দাম চড়া
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৩ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:৩৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীর বাজারে সব কিছুর দাম বাড়তি। সবজি থেকে শুরু করে মাছ, মাংসসহ সব কিছুর দামই ক্রেতার নাগালের বাইরে। আজ মঙ্গলবার রাজধানীর বাজারে ক্রেতার দেখা না পাওয়া গেলেও সব কিছুরই দাম বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা।
বাজারে উঠেছে শীতের সবজিসহ হরেক রকমের সবজি। রাজধানীর বিভিন্ন বাজার ভেদে দেখা যায়, প্রতি কেজি শিম ১০০-১১০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, লাল টমেটো ৯০-১০০ টাকা, গাজর ১০০-১১০ টাকা, ফুলকপি ৬০-৬৫ টাকা, বাঁধাকপি ৪০-৪৫ টাকা, মুলা ৪৫-৫০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, ঝিঙে ৫০, শীতের লম্বা লাউ প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ বাজারে মাছের দাম পুরো মাস জুড়েই ছিল বাড়তি। প্রতি কেজি পাবদা মাছ ৫০০-৫৫০ টাকা, টেংরা মাছ মানভেদে ৪৮০-৬০০ টাকা, তেলাপিয়া মাছ ১৪০-২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়, সরপুঁটি আকারভেদে ১৮০-২০০ টাকা কেজি, পাঙ্গাশ প্রতি কেজি ১৩০-১৬০ টাকা, ছোট মলা মাছ ৩৫০-৪৫০ টাকা কেজি, চাষের শিং ও মাগুর মাছ ৫০০-৭০০ টাকা কেজি, রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা দরে।
এছাড়া বাজারে প্রতিকেজি গরুর মাংস ৪২০ টাকা, খাসি ৭০০ থেকে ৭২০ টাকা, দেশি মুরগি প্রতিটি সাড়ে তিনশ থেকে চারশ টাকা আর প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৪০ -১৫০ টাকায়।
অন্যদিকে ডিমের দামও বাড়ছে। এক ডজন পোল্ট্রির ডিমের দাম ১১৫ টাকা বা তার বেশি। রাজধানীর খুচরা বাজারগুলোতে এখন এই দামে ক্রেতাকে ডিম কিনতে হচ্ছে। রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১১০-১১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি মুরগির ডিম এক ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। এছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১৪৫ টাকা দরে।
