ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ৬:৩৬:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট উদ্বোধন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০২:১৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

বিশ্বের সবচেয়ে বড় ‘শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে ১৮ তলাবিশিষ্ট এই ইনস্টিটিউটের উদ্বোধন করেন তিনি। 

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চাঁনখারপুলে নির্মিত এটি পৃথিবীর সবচেয়ে বড় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সরকারি খরচে বিনামূল্যে চিকিত্সা সেবা পাওয়ার জন্য বিশ্বের কোথাও এমন বার্ন ইনস্টিটিউট আর নেই।



অত্যাধুনিক এই ইনস্টিটিউট থেকে পোড়া রোগীরা বিশ্বমানের চিকিত্সা সেবা পাবেন। একই সঙ্গে প্লাস্টিক সার্জন তৈরি হবে। যাদের দিয়ে জেলা-উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পৃথক বার্ণ ইউনিট স্থাপন করা হবে। এতে পোড়া রোগীরা হাতের কাছেই পাবেন সুচিকিত্সা।



বর্তমানে দেড় কোটি মানুষের জন্য একজন প্লাস্টিক সার্জন রয়েছেন। বছরে প্রায় ১০ লাখ লোক আগুনে পুড়ে যাওয়ার শিকার হয়।



‘শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতাল’ ভবনটি তিনটি ব্লকে ভাগ করা হয়েছে। একদিকে থাকবে বার্ণ ইউনিট, অন্যদিকে প্লাস্টিক সার্জারি ইউনিট আর অন্য ব্লকটিতে করা হবে অ্যাকাডেমিক ভবন।

 

এই ইনস্টিটিউটে হেলিপ্যাড সুবিধা রয়েছে। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো কোনো সরকারি হাসপাতালে হেলিপ্যাড সুবিধা রাখা হলো।

 

ইনস্টিটিউটটিতে ৫০০টি শয্যা, ২০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট, ৬০টি এসডিইউ, সর্বাধুনিক ১২টি অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ ওয়ার্ড রয়েছে। ব্যথা ও জীবাণুমুক্ত ড্রেসিং রুমও রয়েছে। সবগুলোই অত্যাধুনিক। এখানে নার্স ও প্যারামেডিক্যাল প্রশিক্ষণও দেয়া হবে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটসহ সারাদেশে মোট ১৪টি হাসপাতালে বার্ণ ইউনিট রয়েছে। তবে রাজধানীর বাইরের বার্ণ ইউনিটগুলো উন্নত নয়। পূর্ণাঙ্গ বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি শুধু ঢাকায় রয়েছে। এ কারণে সারাদেশ থেকে পোড়া রোগীরা ঢাকায় আসেন।