ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২১:৫৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাজারে পেঁয়াজের দাম উঠানামা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

রাজধানীর বাজারে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে। কমেছে দেশি পেঁয়াজের দাম। বাজারে অন্যান্য পণ্যের দাম অাগের মতই।

 

আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় , দেশি পেঁয়াজ আকারভেদে কেজিপ্রতি ৪০, ৪৫ ও ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দরের উঠানামার বিষয়ে শান্তিনগরের ব্যবসায়ী রুহুল কবীর বলেন,অন্যান্য সময় দেশি পেঁয়াজের দাম বাড়ে। এবার উল্টো হয়েছে। ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে।

 

রাজধানীর বিভিন্ন বাজার ভেদে দেখা যায় , প্রতি কেজি শিম ১০০-১১০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, লাল টমেটো ৯০-১০০ টাকা, গাজর ১০০-১১০ টাকা, ফুলকপি ৬০-৬৫ টাকা, বাঁধাকপি ৪০-৪৫ টাকা, মুলা ৪৫-৫০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, ঝিঙে ৫০, শীতের লম্বা লাউ প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 

প্রতিকেজি গরুর মাংস ৪২০ টাকা, খাসি ৭০০ থেকে ৭২০ টাকা, দেশি মুরগি প্রতিটি সাড়ে তিনশ থেকে চারশ টাকা আর প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৪০ -১৫০ টাকায়।

 

রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১১০-১১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি মুরগির ডিম এক ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। এছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১৪৫ টাকা দরে।

 

মাছ বাজারে প্রতি কেজি পাবদা ৫০০-৫৫০ টাকা ,টেংরা মানভেদে ৪৮০-৬০০ টাকা, তেলাপিয়া ১৪০-২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়, সরপুঁটি আকারভেদে ১৮০-২০০ টাকা , পাঙ্গাশ ১৩০-১৬০ টাকা, ছোট মলা মাছ ৩৫০-৪৫০ টাকা , চাষের শিং ও মাগুর মাছ ৫০০-৭০০ টাকা , রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।