ঢাকা, বুধবার ০১, মে ২০২৪ ২১:২৩:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যৌন হেনস্থার দায়ে গুগলের ৪৮ কর্মী ছাঁটাই

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:২৮ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

যৌন হেনস্থার দায়ে গত দুই বছরে গুগলের ৪৮ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই এই তথ্য জানান। খবর রয়টার্সের।



ছাঁটাই হওয়া ৪৮ জন কর্মীর মধ্যে ১৩জন গুগলের উচ্চ পদস্থ কর্মকর্তাও ছিলেন বলে জানানো হয়। পিচাই নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক ইমেইল বার্তায় এসব কথা জানান।



ইমেইল বার্তায় গুগলের প্রধান নির্বাহী জানান, আমাদের প্রতিষ্ঠানে কর্মরত কোন ব্যক্তি অন্যায় কাজে জড়িত থাকলে তার শাস্তি হবে, সেটা যেকেউ হোক।



তিনি আরো জানান, গুগল এমন একটি প্রতিষ্ঠান যেখানে সবাই নিরাপদ ও স্বাচ্ছন্দ্য সহকারে কাজ করতে পারে। সেটা নিশ্চিত করতে গুগল প্রতিজ্ঞাবদ্ধ।আর কেউ সেটা মেনে না চললে গুগল তা বিরুদ্ধে যেকোন পদক্ষেপ গ্রহণ করবে।