ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২০:১৫:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পুত্রসন্তানের মা হলেন সানিয়া মির্জা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:০০ এএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:১২ এএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার

ভারতিয় টেনিস তারকা সানিয়া মির্জা পুত্র সন্তানের মা হয়েছেন। আজ মঙ্গলবার সকালে নিজ টুইটারে এ সংবাদ নিশ্চিত করেন সানিয়ার স্বামী পাকিস্তানী ক্রিকেটা শোয়েব মালিক। 

 

আজ সকাল ৮টা ১ মিনিটে শোয়েব টুইটারে লেখেন, ‘আমি মহানন্দে জানাচ্ছি, আমাদের একটি ছেলে হয়েছে। সানিয়া স্বাভাবিকভাবেই সুস্থ রয়েছে। সকলের শুভকামনা ও দোয়ার জন্য ধন্যবাদ।  আমরা কৃতজ্ঞ।’ শেষে তিনি লেখেন “বেমিমির্জামালিক” কথাটি।

 

এদিকে ভারতিয় বিখ্যাত চললচ্চিত্র পরিচালক ফারহা খান এই খবর প্রথম জানান, তার ইনস্টাগ্রামে। তিনি লেখেন, অবশেষে, দীর্ঘ সময় পর শুভ সংবাদ পাওয়া গেলে। কনগ্রেচ্যুলেশন সানিয়া, মালিক, আনাম মির্জা ও ইমরান মির্জা। এবং অবশ্যই এই লিটল অ্যাঞ্জেলের নানী-দাদীর জন্য শুভ কামনা।

 

শোয়েব মালিকের ম্যানেজার ও এজেন্ট টুইটারে জানান, শোয়ের মালিক ভীষণ আনন্দি। নবজতিক এবং মা সানিয়া মির্জা সুস্থ আছেন।

 

২০১০ সালে এই তারকা খেলোয়াড়জুগল বিয়ে করেন। এ বছর এপ্রিলে সানিয়া প্রেগনেনসির খবর জানান। একারণে দীর্ঘদিন কোর্টের বাইরে রয়েছেন সানিয়া মির্জা। তবে আগামী ২০২০ টোকিও অলিম্পিকে অংশগ্রহণের মাধ্যমে তিনি আবারও কোর্টে ফিরবেন।

 

সূত্র : এনডিটিভি