ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২১:৫৫:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ধর্মঘটের প্রভাবে বাজার অস্থিতিশীল

সালেহীন বাবু

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:০০ এএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:১২ এএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার

পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে গণপরিবহন ও পণ্যবাহী পরিবহন চলাচল বন্ধ থাকায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজিসহ সব কিছুর দাম রেকর্ড ছাড়িয়েছে। বাজারে পণ্যের পর্যাপ্ত মজুদ না থাকার কারণে ক্রেতারাও বাজারে এসে পছন্দের পণ্য কিনতে পারছেন না।

 

আজ মঙ্গলবার রাজধানীর রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, শান্তিনগর, সেগুনবাগিচা বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

 

ব্যবসায়ীরা বলছেন, দুইদিন টানা অবরোধের কারণে রাজধানীর বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব পণ্য আসতে পারছেনা বিধায় বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে। স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ১০ থেকে ২০ টাকা বেশিতে বিভিন্ন সবজি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। ধর্মঘটের কারণে হঠাৎ করে রাজধানীর পাইকারি বাজারে কাঁচা মালের দাম বেড়েছে দ্বিগুণ থেকে চারগুণ পর্যন্ত।

 

ব্যবসায়ীরা বলছেন, ধর্মঘটের কারণে ট্রাক আসতে না পারায় বাজারে কাঁচা পণ্যে দাম চড়া হয়ে উঠেছে।

 

রাজধানীর বিভিন্ন সবজি বাজারে সিম বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা, মরিচ বিক্রি হচ্ছে ১৪০ - ১৫০ টাকায়। দাম বেড়েছে বেগুন, উচ্ছে, বরবটি, কাকরোল, করলা, পটল, ঝিঙা, ধুন্দল, ঢেড়স, লাউয়ের। বাজার ভেদে বেগুন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি। করলা ৪০-৫০ টাকা কেজি, বরবটি ৬০-৭০ টাকা কেজি। এছাড়া চিচিংগা, পটল, ঢেড়স, ঝিঙা, ধুন্দল, কাকরোল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি।

 

বেড়েছে পেয়াঁজের দামও। ক্রেতারা বলেন, দেশি পেয়াঁজ ৫০ থেকে ৬০ টাকায় কিনতে হচ্ছে। গত কয়েক সপ্তাহের মত এ সপ্তাহেও চালের বাজারের স্বস্তি রয়েছে। বিক্রেতারা বলেন, চালের বাজার দুই তিন মাস ধরে একই অবস্থায় আছে। বাজারে আতঙ্ক সৃষ্টি করার মত কোন সুযোগ নাই। আটা-ময়দার দাম কেজিতে ২ টাকা বাড়লেও স্থিতিশীল রয়েছে সবধরনের ডালের দাম।

 

ব্রয়লার মুরগির কেজি ১৩০-১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকা কেজি। গরুর মাংস ৪৮০-৫০০ টাকা এবং খাসির মাংস ৬৫০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 


এদিকে মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছ বাজার ভেদে বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা কেজি, পাবদা মাছ ৪০০-৫০০ টাকা, শিং মাছ ৩০০-৫০০ টাকা, তেলাপিয়া ১৮০-২২০ টাকা ও পাঙাস ১২০-১৫০ টাকা, সরপুঁটি ১৫০-২০০ টাকা, চাষের কৈ ১৬০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।