উন্নয়নের জন্য ধারাবাহিকতা প্রয়োজন : চুমকি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৩৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০১:০৯ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নির্বাচন মানেই উৎসব। কিন্তু কিছু মানুষ নিজেদের স্বার্থে জনগণের এই উৎসবকে বেদনায় পরিণত করে। পেট্রোল বোমায় মানুষ মারার উৎসব করে। আগামী নির্বাচন যেন পেট্রোল বোমার উৎসব নয়, দেশের শান্তিপূর্ণ জনগণের উৎসব হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
আজ বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) যৌথ আয়োজনে ‘নারী ও শিশুর সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল। নারী উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনা প্রয়োজন।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে নানা দিক দিয়ে নারীদের ব্যাপক উন্নয়ন হয়েছে। নারীর সার্বিক ক্ষমতায়নে আমাদের প্রধানমন্ত্রী ব্যাপক উদ্যোগ নিয়েছেন। তবে এদেশে নারীর ক্ষমতায়নে প্রধান বাধা মৌলবাদ।
ডিআরইউ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শুকুর আলী শুভের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ। কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও নিউইয়র্ক টাইমস বাংলাদেশ চ্যাপ্টারের স্ট্রিঙ্গার জুলফিকার আলী মানিক।
নারী ও শিশুদের প্রতি নির্যাতনে বন্ধে সরকার কাজ করছে মন্তব্য করে মেহের আফরোজ চুমকি বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রেই নারীরা দুর্বল। অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নন। শিশুদের অবহেলার সুযোগ নেই। তাদের সঠিক মূল্যায়ণে সরকার কাজ করছে।
তিনি বলেন, শিশুরা রাস্তায় থাকবে না। নারী ও শিশুদের সুরক্ষায় সরকারের ব্যাপক কর্মসূচী রযেছে। শতভাগ সমস্যা হয়তো সমাধান করা দূরূহ ব্যাপার। তবে সবাইকে সচেতন হতে হবে। দেশে আইন আছে। আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।
