রাজধানীতে বোনের উত্ত্যক্তকারী খুন করলো ভাইকে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:২৬ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রবিবার
রাজধানীতে বোনের উত্ত্যক্তকারীর ছুরিকাঘাতে ভাই খুন হলেন। শ্যামপুরে বাঁশপট্টি এলাকায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে খুন হয়েছেন ভাই শেখ পাভেল ইসলাম (২২)।
উত্ত্যক্তকারীর ছুরির আঘাতে আহত হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা যান পাভেল। পাভেলের বাসা শ্যামপুরের জুরাইন এলাকার মাজার গেটে।
পাভেলের বন্ধু বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, ওই এলাকায় তুহিন নামে একজন পাভেলের ছোট বোনকে উত্ত্যক্ত করত। অনেকবার বলার পরও সে এমন করেই যাচ্ছিল। এ নিয়ে এলাকায় সালিসও হয়েছে একাধিকবার। কিন্তু তুহিনকে থামানো যায়নি।
তিনি বলেন, তুহিন গতকাল শনিবারও পাভেলের বোনকে উত্ত্যক্ত করে। এরপর সন্ধ্যায় জুরাইনে তুহিনকে চড়-থাপ্পড় মারে পাভেল। রাত ১০টার দিকে তুহিন আরও ৫/৬ জনকে নিয়ে এসে বাঁশপট্টি এলাকায় পাভেলকে ছুরি দিয়ে আঘাত করে।
জানান যায়, পরে আহত অবস্থায় সেখান থেকে পাভেলকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ সকালে সে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহত পাভেল আজ সকালে মারা গেছেন।
