ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২০:১০:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাকিস্তানের কাছে মাত্র ৮ রানে হারলো রুমানারা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

নারী বিশ্ব টি-টোয়েন্টি খেলতে গিয়ে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড নারী দলকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অল্পের জন্য পাকিস্তানকে হারাতে পারেননি সালমা-রুমানারা। 

 

মূল আসরে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে মাত্র ৮ রানের জন্য হেরে গিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের করা ১০৬ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের ইনিংস থেমেছে ৯ উইকেটে ৯৮ রান করে। 

 

মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টসে হেরে আগে বোলিং করতে নামে বাংলাদেশ। সালমা-জাহানারাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিজেদের ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। তাদের পক্ষে ব্যাট হাতে বিসমাহ মারুফ ২২, জাভেরিয়া খান ২১, নিদা দার ১৯ ও আয়েশা জাফর খেলেন ১৮ রানের ইনিংস। 

 


বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন খাদিজা তুল কুবরা ও সালমা খাতুন। ১টি করে উইকেট দখল করেন রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। কোনো উইকেট না পেলেও ৪ ওভার বোলিং করে মাত্র ১৭ রান খরচ করেন জাহানারা আলম। 

 

ব্যাটিংয়ে নেমে অল্পতেই ফিরে যান বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যান। শামীমা সুলতানা ৯, আয়েশা রহমান ৮ ও জাহানারা ফিরে যান ২ রান করে। ২২ রানে তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। 

 

প্রাথমিক ধাক্কা সামাল দিতে গিয়ে মন্থর ব্যাটিং করেন ফারজানা হক। তার ব্যাট থেকে ৪১ বলে ২৮ রানের ইনিংস। এছাড়া রুমানা ১০, লতা মন্ডল ১০ ও সালমা ৯ রানের ইনিংস খেললে ৯৮ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।