ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২০:১০:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সালমাদের বিশ্বকাপ শুরু লজ্জাজনক হারে 

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার

হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শনিবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬০ রানে হেরেছে সালমাবাহিনী।

আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১০৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪.৪ ওভারে মাত্র ৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই সর্বনিম্ন স্কোর। এর আগের সর্বনি¤œ স্কারও ছিল বাংলাদেশের। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ রান করেছিল বাংলাদেশের মেয়েরা।


অন্যদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের নারীদের সর্বনি¤œ রানের ইনিংস হলো ৩০। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ রানের এই ইনিংসটি রয়েছে তৃতীয় অবস্থানে। গত ৩ অক্টোবর কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ অলআউট হয়েছিল ৩০ রানে। ২০১৬ সালের ৩০ নভেম্বর ব্যাংককে অনুষ্ঠিত একটি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশের নারীরা।

 
আজ গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১০৬ রান সংগ্রহ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন কাইসিয়া নাইট। ২৯ রান করেন অধিনায়ক স্টেফানি টেইলর। বাংলাদেশের বোলারদের মধ্যে জাহানারা আলম ৩টি, সালমা খাতুন ১টি, খাদিজা তুল কুবরা ১টি ও রুমানা আহমেদ ২টি করে উইকেট শিকার করেন।


পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৪.৪ ওভারে ৪৬ রান করে অলআউট হয়। দলের ব্যাটসম্যানদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। সর্বোচ্চ আট রান করেন ফারজানা হক। স্বাগতিকদের পক্ষে দেন্দ্রা ডটিন ৩.৪ ওভার বল করে ৬ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি সেরা বোলিং ফিগার। এছাড়া শাকেরা সেলম্যান ২টি, স্টেফানি টেইলর ১টি ও আফি ফ্লেচার ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের দেন্দ্রা ডটিন।


ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের মেয়েরা ইনিংসের প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে। প্রথম ওভারে ফিরে যান ওপেনার শামীমা সুলতানা। পঞ্চম ওভারে আউট হন জাহানারা আলম। ষষ্ঠ ওভারে সাজঘরে ফেরেন আয়েশা রহমান। নবম ওভারে ফিরে যান ফারজানা হক ও নিগার সুলতানা। ১১তম ওভারে আউট হন রুমানা আহমেদ ও লতা ম-ল। এরপর ১২তম ওভারে সানজিদা ইসলাম ও ১৫তম ওভারে সালমা খাতুন এবং খাদিজা তুল কুবরা সাজঘরে ফিরে যান।


সংক্ষিপ্ত স্কোর
ফল: ৬০ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ নারী দল।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ১০৬/৮ (২০ ওভার)
(হেলি ম্যাথুজ ৬, দেন্দ্রা ডটিন ৮, স্টেফানি টেইলর ২৯, শিমেইন ক্যাম্পবেল ১, নাতাশা ম্যাকলেন ১১, ব্রিটনি কুপার ৮, কাইসিয়া নাইট ৩২, আনিসা মোহাম্মদ ৪, আফি ফ্লেচার ০*; জাহানারা আলম ৩/২৩, সালমা খাতুন ১/২১, খাদিজাতুল কুবরা ১/১৯, রুমানা আহমেদ ২/১৬, ফাহিমা খাতুন ০/২৪)।


বাংলাদেশ ইনিংস: ৪৬ (১৪.৪ ওভার)
(শামীমা সুলতানা ৫, আয়েশা রহমান ৬, জাহানারা আলম ৩, ফারজানা হক ৮, নিগার সুলতানা ৩, রুমানা আহমেদ ২, সানজিদা ইসলাম ৪, লতা ম-ল ০, ফাহিমা খাতুন ৩*, সালমা খাতুন ৫, খাদিজা তুল কুবরা ১; শাকেরা সেলম্যান ২/১২, শামিলিয়া কনেল ০/৪, স্টেফানি টেইলর ১/১০, দেন্দ্রা ডটিন ৫/৬, আফি ফ্লেচার ১/১২)।
প্লেয়ার অব দ্য ম্যাচ: দেন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ)।